‘অনেক উত্থান-পতনের মুখোমুখি হয়েছি’ বললেন ইয়ামি গৌতম

বলিউডে ১০ বছর পার করলেন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম। গত ২০১২ সালে হিট ফিল্ম ‘ভিকি ডোনার’ দিয়ে বলিউড যাত্রা শুরু করেছিলেন ইয়ামি গৌতম। এ সিনেমাটিতে তাঁর সাথে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। দু’জনেরই প্রথম সিনেমা ছিল এটি।
এরপর ‘টোটাল সিয়াপা‘ ‘বদলাপুর’, ‘কাবিল’, ‘সনম রে’, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘বালা’ এবং ‘দ্য থার্সডে’-এর মতো চলচ্চিত্রে কাজ করেছেন অভিনেত্রী ইয়ামি গৌতম।
সম্প্রতি, নিজের বলিউড যাত্রা নিয়ে কথা বলেছেন ইয়ামি গৌতম। সাফল্য, ব্যর্থতা এবং নিজের দ্বিধা নিয়ে ভারতীয় গণমাধ্যম ই’টাইমসকে অভিনেত্রী ইয়ামি গৌতম বলেছেন, ‘আমার যাত্রা এখনও চলছে। আমি অনেক উত্থান-পতনের মুখোমুখি হয়েছি কিন্তু শেষ পর্যন্ত এই যাত্রা অনেক মূল্যবান আমার কাছে।’
তিনি সেই সময়ের কথাও স্মরণ করেছিলেন যখন তিনি (ইয়ামি গৌতম) তাঁর প্রথম চলচ্চিত্রের সাফল্যের পরেই হারিয়ে গিয়েছিলেন। এ ব্যাপারে ইয়ামি বলেন, ‘আমার প্রথম সিনেমার সাফল্যের ঠিক পরেই আমি হারিয়ে গিয়েছিলাম। আমি জানতাম না কোন পথে যেতে হবে। আমি সেই সময়ে যে সুযোগগুলো পেয়েছিলাম সেগুলো ঠিকমতো নিতে পারিনি। কাজ করব কিনা, মডেলিংয়ে ফোকাস রাখবা কিনা, এই সমস্ত চিন্তাভাবনা আমার মনে চলতো। নিজেকে বুঝতে পারা এবং নিজের কাজের ছক তৈরি করতে আমার কিছুটা সময় লেগেছিল।’
অভিনেত্রী ইয়ামি গৌতম আরেও বলেন, ‘নিজের শহর ছেড়ে বলিউডে আসা এবং আমার উদ্দেশ্য কি তা বোঝার জন্য নিজেকে পুনরায় আবিষ্কার করতে হয়েছিল আমাকে। অবশেষে আমি নিজেকে স্থির করতে পেরেছি। আমি এখন জানি আমি কি চাই। অভিনয়ে নিয়মিত হওয়াটাই এখন আমার মূল লক্ষ্য।’
সামনে ইয়ামি গৌতমকে ‘লস্ট’ শিরোনামের একটি থ্রিলার সিনেমায় দেখা যাবে। এটি ভারতের ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে বলে জানা যায়। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এ সিনেমাটি প্রযোজনা করেছে জি স্টুডিও। এছাড়া, অক্ষয় কুমারের ‘ও মাই গড’ এর সিক্যুয়েলেও দেখা যাবে অভিনেত্রী ইয়ামি গৌতমকে। -সূত্র : টাইমস অফ ইন্ডিয়া
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description