২৪ বছরের তরুণের সাথে প্রেম করছেন ৪৫ বছরের শাকিরা!

ফুটবল তারকা জেরার্ড পিকের সাথে কয়েক মাস আগেই বিচ্ছেদ হয়েছে বিশ্ববিখ্যাত পপতারকা শাকিরার। আর এরই মধ্যে শুরু হয়েছে শাকিরার (৪৫) নতুন প্রেমের গুঞ্জন।
স্প্যানিশ গণমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলেছে, ‘এবার শাকিরা প্রেমে পড়েছেন ২৪ বছর বয়সী সার্ফিং ইনস্ট্রাক্টর গোরকা একজুরডিয়ার।’
সম্প্রতি, শাকিরা এবং গোরকার বেশ কিছু ঘনিষ্ঠ ছবি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে।
একসাথে তাদের সার্ফিংও করতে দেখা গেছে ছবিগুলোতে। সেই থেকে এ গুঞ্জনের ডালাপালা আরও গজিয়েছে অনেক। যদিও এ বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে দু’জনের কেউ এখনো কিছু জানাননি।
বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার জেরার্ড পিকে এবং কলম্বিয়ার পপগায়িকা শাকিরার জুটি ছিল বিশ্বের সবচেয়ে রোমান্টিক এবং প্রভাবশালী জুটিগুলোর একটি। তবে, সবাইকে হতাশ করে জনপ্রিয় এ তারকা (ফুটবলার জেরার্ড পিকে এবং কলম্বিয়ার পপগায়িকা শাকিরার) জুটির ১২ বছরের সম্পর্ক ভেঙে যায়।
কলম্বিয়ান গায়িকা এবং বার্সা ডিফেন্ডারের দু’টি সন্তান আছে। এ বিষয়ে সংবাদমাধ্যমে তারা জানিয়েছিলেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমরা আলাদা হয়ে যাচ্ছি। তবে আমাদের সন্তান আমাদের কাছে প্রধান অগ্রাধিকার। তাদের মঙ্গলের জন্য আমরা গোপনীয়তা বজায় রাখছি।’
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description