• Saturday, 10 December 2022

১৫ ডিসেম্বরে আসছে ‘কারাগার’ পার্ট-২

১৫ ডিসেম্বরে আসছে ‘কারাগার’ পার্ট-২

চলতি বছরের গত ১৯ আগস্ট ভারতীয় অনলাইন প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছিলো ‘কারাগার’ সিরিজ। যেখানে মূল চরিত্রে ছিলেন চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার ও নাঈম।

চঞ্চল ২৫০ বছর যাবৎ তিনি জীবিত। কিন্তু, তিনি ৫০ বছর ধরে জেলে বন্দি, যার তালা খোলা হয়নি বহু বছর যাবৎ। সেখানেই এই রহস্যজনক আসামিকে দেখে চমকে ওঠে দুই বাংলার দর্শক। দাঁতে রয়েছে কালো ছোপ। মারের চোটে তার চোখ ফুলে লাল টকটকে। গায়েও রয়েছে কালশিটের দাগ। তিনি কথাও বলতে পারছে না। ইশারা করে বোঝান তিনি (চঞ্চল চৌধুরি) মীরজাফরের খুনি। রহস্য জিইয়ে রেখেই শেষ হয়, কারাগারের প্রথম সিজন।

এ সিরিজটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে এসেছে অমিতাভ রেজা পরিচালিত ওয়েব সিরিজ ‘বোধ’।

সেখানেই জানা গিয়েছে ‘কারাগার পার্ট ২’-এর মুক্তির তারিখ। ‘বোধ’ সিরিজের শেষ পর্বের শেষ দৃশ্যে, পর্দায় ভেসে উঠেছে ‘কারাগার’ দ্বিতীয় সিজন চলতি বছরের আগামী ১৫ ডিসেম্বর আসছে।

সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত কারাগার-এ অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, ফারিণ ও বিজরী বরকতুল্লাহসহ অনেকে।

comment / reply_from