• Saturday, 10 December 2022
হরিণাকুন্ডুতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং

হরিণাকুন্ডুতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং

 
 
হরিণাকুন্ডু(ঝিনাইদহ) প্রতিনিধি.
 
আগামী ৯ নভেম্বর সারাদেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকুন্ডুতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুস্মিতা সাহা। 
 
প্রেস ব্রিফিংয়ে ইউএনও জানান, ২০৩০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার।
 
প্রতিনিয়ত প্রযুক্তির উন্নয়নের সাথে নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তির নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে দেশব্যাপী এই ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হবে। তিনি অনুষ্ঠিতব্য মেলায় উপজেলার সকল পর্যায়ের জনগনকে অংশ গ্রহণ করার জন্য আহবান জানান। এসময়,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
 
 

comment / reply_from