হঠাৎ 'স্ট্রেপ এ' আক্রান্ত শিশু, দিশেহারা পরিবার

চার বছর বয়সী ক্যামিলা রোজ বার্নস 'গ্রুপ এ স্ট্রেপ' আক্রান্ত হয়েছে বলে জানা যায়। ইংল্যান্ডের লিভারপুল শহরের অলদার হে চিলড্রেন'স হাসপাতালে ক্যামিলা রোজ বার্নস গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
ক্যামিলা রোজ বার্নস এর বাবা ডিন বার্নস জানিয়েছেন, ‘মেয়ে অলৌকিক কোনো উপায়ে সুস্থ হয়ে বাসায় ফিরবে বলে আশায় রয়েছেন। তার মেয়ে হাসপাতালে ভেন্টিলেটরে রয়েছে।’
গত সোমবার আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পরে হাসপাতালে তার চিকিৎসা চলছে।
তিনি স্কাই নিউজকে বলেছেন, ‘মেয়েকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকে চরম দুঃস্বপ্নের মধ্যে রয়েছেন। মেয়ের অবস্থা সত্যিই খুব খারাপ বলেও জানিয়েছেন তিনি।’
তিনি আরও জানিয়েছেন, ‘বন্ধুদের সাথে শুক্রবার রাতে নেচেছে আমার মেয়ে। এরপর শনিবার তার শরীর একটু খারাপ ছিল এবং পরদিন রবিবার আরো বেশি অসুস্থ হয়ে যায়।’
গত কয়েক মাসে স্ট্রেপ এ আক্রান্ত হয়ে অন্তত ছয় শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ক্যামিলার ঘটনা ওই এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্কের জন্ম দিয়েছে।
জানা গেছে, পরিবার নিয়ে বোল্টনে বাস করেন ডিন বার্নস। তিনি জানিয়েছেন, ‘বুকে ব্যথা হওয়ার কথা জানিয়েছিল ক্যামিলা। শনিবার হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে ইনহেলার ব্যবহারের পরামর্শ দেয় ও তারপর জানায়, সে বাড়ি ফিরতে পারবে। কিন্তু রবিবার তার শারীরিক অবস্থা খারাপের দিকে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘মেয়ের শারীরিক অবস্থা একেবারে পাল্টে গিয়েছিল। সে ভীষণ অস্থির হয়ে উঠেছিল। আমরা চিৎকার করে নার্সদের ডেকেছিলাম। এরপর আমাদের রুম ছেড়ে যেতে বলা হয়। নার্সরা তাকে ঘুমিয়েছিল। সে তখন থেকেই ভেন্টিলেটরে। কারো সাথে ঘটে যাওয়া সবচেয়ে খারাপ কিছু এটি।’ -সূত্র: বিবিসি।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description