• Tuesday, 06 December 2022

স্পেনে বিয়ের আসরে ভয়াবহ নৃশংসতায় নিহত ৪

স্পেনে বিয়ের আসরে ভয়াবহ নৃশংসতায় নিহত ৪

স্পেনে একটি বিয়ের অনুষ্ঠানে ঝগড়ার সময় এক কিশোরসহ চারজন নিহত হয়েছেন বলে জানা যায়। ওই বিয়ের অতিথিদের একটি গাড়ি তাদের চাপা দিয়ে হত্যা করেছে বলে এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। মাদ্রিদ শহরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ এ ঘটনাটি ঘটেছে বলে দেশটির জরুরী পরিষেবা সূত্রে জানা যায়।

স্থানীয় সময় রাত ২টা ৪৪ মিনিটে জরুরি পরিষেবাগুলোকে ওই ঘটনাস্থলে ডাকা হয়। ধারণা করা হচ্ছে যে, বিয়ের অনুষ্ঠানটিতে প্রথমে ২ জনের মধ্যে ঝগড়া শুরু হয়। পরে তা দ্রুত লড়াইয়ে পরিণত হয়। এ সময় একটি গাড়ি সম্পূর্ণ গতিতেআসে ও একই পরিবারের সদস্যদের চাপা দিয়ে তাদের ওপর দিয়ে কয়েকবার ছুটে যায়।

নিহতের মধ্যে একজন ৭০ বছর বয়সী নারী ও ৪০, ৬০ ও ১৭ বছর বয়সী তিনজন পুরুষ রয়েছেন। তারা হাড় ভাঙা ও একাধিক আঘাতের কারণে মারা গেছেন বলে জানা গেছে। এ ছাড়া আহতদের মধ্যে পা এবং পেলভিসের হাড় ভাঙা দুই মধ্যবয়সী পুরুষ ও মাথায় আঘাতপ্রাপ্ত দুই নারী রয়েছেন। জরুরী পরিষেবার দেওয়া তথ্য অনুসারে, দু’জন 'সম্ভাব্য গুরুতর জখম' হয়েছেন।

হত্যাকাণ্ডে ব্যবহার করা গাড়ির ৩৫ বছর বয়সী চালককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, ঘটনাস্থল থেকে প্রায় ২৫ মাইল দূরে ঘটনার কয়েক ঘণ্টা পর তাকে থামানো হয়েছিল। এ সময় গাড়িতে থাকা ১৬ ও ১৫ বছর বয়সী দুই কিশোরকেও গ্রেপ্তার করা হয়। পুলিশের ধারণা, এ ঘটনায় আরও এক ব্যক্তি জড়িত ছিলেন এবং তিলি পলাতক রয়েছেন।

স্থানীয় গণমাধ্যম হেরাল্ডোর মতে, ‘গাড়িটি আঘাত করে পালানোর সময় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এ ছাড়াও গাড়িটিতে নিহতদের কিছু অবশিষ্টাংশ পাওয়া গেছে।’

পুলিশ জানিয়েছে, গাড়িতে বর এবং কনের জন্য বিয়ের উপহার হিসেবে প্রায় পাঁচ হাজার ইউরো খুঁজে পাওয়া গেছে।

ঘটনাস্থলের ভিডিওতে অসংখ্য অ্যাম্বুলেন্স ও জরুরী পরিষেবা কর্মীদের ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে দেখা গেছে। স্বাস্থ্যসেবার মোট ২২টি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল বলে জানা যায়।

স্পেনের নরহত্যা বিভাগের এজেন্ট ও জাতীয় পুলিশের বিশেষ বৈজ্ঞানিক দল ঘটনাটির তদন্ত করছে। -সূত্র : দ্য সান

comment / reply_from