Saturday, 26 November 2022
Logo

সেমিফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ডকে নিয়ে যা বলেছেন রোহিত

সেমিফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ডকে নিয়ে যা বলেছেন রোহিত

জিম্বাবুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত উঠে গেছে । শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী ইংল্যান্ড। আগামী ১০ নভেম্বর বৃহস্পতিবার অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে দু’দল। জিম্বাবুয়ের বিপক্ষে ৭১ রানের জয়ের পরে সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। একইসাথে তিনি জানিয়েছেন, সেমিফাইনালের কঠিন লড়াই নিয়ে নিজের ভাবনার কথা।

রোহিত বলেন, 'আজ আমাদের দলের সব খেলোয়াড়ই ভালো করেছে। আমরা জানতাম আমরা সেমিফাইনালে পৌঁছে গেছি। কিন্তু মাঠে আসা এবং ভালো পারফর্ম করা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সূর্য যেভাবে ব্যাটিং করছে তা প্রশংসনীয়। ব্যাটিং করার সময় তার আত্মবিশ্বাস ছিল দেখার মতো। এটা দলের জন্যও খুবই উপকারী। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে যত তাড়াতাড়ি সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আমরা সেখানে সম্প্রতি একটি ম্যাচ খেলেছি।'

ভারত অধিনায়ক আরো বলেন, 'ইংল্যান্ড আমাদের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে। তাদের বেশ কিছু খেলোয়াড় ভালোখেলছে। দুই দল একে অপরের বিপক্ষে আগেও খেলছে, দারুণ ম্যাচ হবে। আমদের শুধু নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এটা অনেক বড় একটি ম্যাচ হতে যাচ্ছে। আমাদের ভালো খেলতে হবে। পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা করতে হবে। প্রতিটি ম্যাচেই প্রচুর দর্শক আসছেন আমাদের সমর্থন দিতে। দলের পক্ষ থেকে তাদের আমি ধন্যবাদ জানাতে চাই।'

comment / reply_from