
শ্রীমঙ্গলে সাংসদের সাথে নাগরিক সম্পৃক্ততা বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্টিত
এম.মুসলিম চৌধুরী,মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘আমার সংসদীয় এলাকা-মাই কনস্টিটিউয়েন্সি’ ডাটা প্ল্যাটফর্মে নাগরিক সম্পৃক্ততা বিষয়ক তিনদিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে। কর্মশালায় দেশের ১০ জন সংসদ সদস্য অংশগ্রহন করেন।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় 'ইউএনডিপি' বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন এবং এটুআই এর কারিগরি সহায়তায় পরিচালিত ‘আমার সংসদীয় এলাকা-মাই কনস্টিটিউয়েন্সি’ ডাটা প্ল্যাটফর্মে নাগরিক সম্পৃক্ততা এবং স্থানীয় পর্যায়ের তথ্য ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এই কর্মশালা শুরু হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘আমার সংসদীয় এলাকা-মাই কনস্টিটিউয়েন্সি’ ডাটা প্ল্যাটফর্মে নাগরিক সম্পৃক্ততা বিষয়ক তিনদিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে। কর্মশালায় দেশের ১০ জন সংসদ সদস্য অংশগ্রহন করেন।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় 'ইউএনডিপি' বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন এবং এটুআই এর কারিগরি সহায়তায় পরিচালিত ‘আমার সংসদীয় এলাকা-মাই কনস্টিটিউয়েন্সি’ ডাটা প্ল্যাটফর্মে নাগরিক সম্পৃক্ততা এবং স্থানীয় পর্যায়ের তথ্য ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এই কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) রাতে শুরু হওয়া কর্মশালার সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন, ইউএনডিপি' বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন মাই কনস্টিটিউয়েন্সি’ ডাটা প্ল্যাটফর্ম শীর্ষক আহবায়ক মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য' অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
কর্মশালায় অংশ নেয়া সংসদ সদস্যরা হলেন 'মাই কনস্টিটিউয়েন্সি' অ্যাডভাইজরি গ্রুপের সদস্য গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মেরিনা জাহান, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান, মাগুরা-২ আসনের সংসদ সদস্য শ্রী বীরেন শিকদার, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ.স.ম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, টাংগাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম (টিটু) এবং ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন।
শনিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ কলেজ হলে কর্মশালার দ্বিতীয় দিনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কর্মশালায় অংশ নেয়।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুন্সী, (শ্রীমঙ্গল-কামালগঞ্জ সার্কেল) উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ কলেজের গভর্নিং বডির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ পিয়ালী ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারসহ ইউএনডিপি বাংলাদেশ, এটুআই ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সংস্কৃতির প্রচলন, স্থানীয় পর্যায়ের তথ্য ব্যবহারে সক্ষমতা বৃদ্ধিসহ মাই কনস্টিটিউয়েন্সি ডাটা প্ল্যাটফর্মের অধিকতর উন্নয়ন ও প্রসারের বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।
বেলা তিনটার দিকে সংসদ সদস্যগণ ক্ষুদ্র নৃ গোষ্ঠী সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে তাদের জীবনধারা পরিদর্শনে মাগুড়ছড়া খাসিয়া পল্লীতে যান। এসময় পুঞ্জির গোত্র প্রধান ও নৃগোষ্ঠীর মানুষের সাথে নাগরিক সম্পৃক্ত বিষয়ে মতবিনিময় করেন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description