শাকিব খানকে বিয়ে করে আরেক নায়িকা কাঁদলেন!

ঢাকাই চলচিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বাচ্চা কোলে নিয়ে টেলিভিশন লাইভে এসে কেঁদেছিলেন। জানিয়েছিলেন শাকিবের সাথে বিয়ে ও সন্তান হওয়ার ঘটনা।
একই ঘটনার পুনারাবৃত্তি করেছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। প্রথমে শাকিবের সাথে বিয়েেএবং বাচ্চার প্রসঙ্গ সামনে আনেন, এরপরে গতকাল রবিবার রাতে এক ভিডিও বার্তায় কাঁদলেন।
গত ২০১৭ সালের এপ্রিলে শবনম বুবলীর সাথে শাকিব ঘরোয়া পরিবেশে একটি ছবি তোলেন। ওিই ছবিটিতে ‘ফ্যামিলি টাইম’ ক্যাপশন লিখে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী বুবলী। এর পরই শাকিব খান ও অপুর সন্তানের খবর প্রকাশ্যে আসে। আসে বলতে অপু বিশ্বাসই দীর্ঘদিন গোপনে থাকা বিয়ে এবং সন্তানের বিষয়টি খোলাসা করেন। নিউজ টোয়েন্টিফোর চ্যানেলে এসে লাইভে শাকিবের সাথে নিজের সম্পর্কের কথা, সন্তানের কথা বলেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।
ওই অনুষ্ঠানে কথা বলতে বলতে অঝোরে কাঁদতে থাকেন অপু। কান্না ছাড়া যেন কথাই বলতে পারছিলেন না অপু বিশ্বাস।
গত ২০১৮ সালের ১২ মার্চ শাকিব খান এবং অপু বিশ্বাসের বিবাহবিচ্ছেদ কার্যকর হয়। এরপরে দু’জনের পথ বেঁকে যায়। দু’জনই নতুন করে নিজেদের দিকে মনোযোগী হন। এরপর বুবলীর সাথে বিয়েেএবং সন্তান। আবার কিছুদিন আগে তা প্রকাশ্যে আসে। কিন্তু, গতকাল ভিডিও বার্তায়
অভিনেত্রী বুবলী এসে নিজেদের সম্পর্কের সমীকরণ বিশ্লেষণ করতে থাকেন।
এক পর্যায়ে ছেলে শেহজাদের উদ্দেশে কাঁদতে কাঁদতে অভিনেত্রী বুবলী বললেন, ‘বাবা শেহজাদ, মা হয়তো সারা জীবন তোমার পাশে থাকবে না। কিন্তু অন্যান্য মায়ের মতো আমিও তোমার জন্য অনেক কষ্ট করেছি বা করছি। তোমাকে পৃথিবীতে আনা, বড় করা। আমি সব সময় তোমার পাশে ছিলাম, আছি, থাকব। তুমি মানুষের মতো মানুষ হবা। একটি কথা মনে রেখো, তোমার মা-বাবা তোমাকে খুব ভালোবাসে। আমি হয়তো আমার জায়গা থেকে তোমার জন্য সেরাটা দিতে পারি না। কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা।’
এর আগে ওই ভিডিওতে অবিনেত্রী বুবলী দাবি করেন অপু বিশ্বাসের সংসার তিনি ভাঙেননি। অভিনেত্রী বুবলী শাকিবের বরাতে বলেন, ‘অনেক দিন ধরেই কথাগুলো তোমাকে বলতে চাচ্ছিলাম। আমার কাছে মনে হয়েছে যে, তুমি তো এটাতে জড়িত নও। অপু বিশ্বাসের সঙ্গে এক বছর ধরে আমার যোগাযোগ নেই। এটা অপুদি নিজেও লাইভ প্রোগ্রামে বলেছিলেন। তখন সিনেমাতেই আমার অস্তিত্ব নেই। কেন আমাকে দোষারোপ করা হলো যে, আমার কারণে কারও সংসার ভেঙেছে? আমার কারণে কারও সংসার, সম্পর্ক ভাঙেনি। আমি স্পষ্ট করে দর্শকের উদ্দেশে বলতে চাই।’
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description