লিওনেল মেসিকে দেখতে কাতার উড়ে গেলেন মানুষি ছিল্লার

জনপ্রিয় ফুটবল মহাতারকা লিওনেল মেসির ভক্ত যেন পুরো বিশ্বজুড়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমের তারকারাও লিওনেল মেসির বাঁ পায়ের বাঁকে বিস্মিত হন। ভালোবাসার চাদরে জড়িয়ে নেন খুদে ফুটবল জাদুকর লিওনেল মেসি। আবার সামনাসামনি এক নজর দেখার স্বপ্ন বুনেন কেউ কেউ। আর তাদেরই একজন বলিউড অভিনেত্রী মানুষি ছিল্লার।
গত ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড’-এর মুকুট জেতেন মানুষি। চলতি এ বছর অক্ষয় কুমারের বিপরীতে ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে এই লাস্যময়ী অভিনেত্রী। তার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। এই দিকে কাতারে চলছে কাতার বিশ্বকাপ ফুটবলের মহারণ। মাঠে খেলছে মানুষির প্রিয় ফুটবলার লিওনেল মেসি। যার আবার এটাই হয়তবা সম্ভবত শেষ বিশ্বকাপ। তাই এ সুযোগটি কোনোভাবে হাতছাড়া করতে চাইছেন না অভিনেত্রী মানুষি ছিল্লার। তাই কাজ থেকে কয়েক দিনের ছুটি নিয়ে উড়াল দিলেন কাতারের উদ্দেশে অভিনেত্রী মানুষি ছিল্লার।
সামনাসামনি লিওনেল মেসির খেলা দেখা মানুষির দীর্ঘদিনের জিইয়ে রাখা স্বপ্ন। আর সেই স্বপ্নই এবার সত্যি হতে চলেছে। আজ রাতে নেদারল্যান্ডের বিপক্ষে নক আউট পর্বে খেলতে নামবে মেসির দল আর্জেন্টিনা। এ খেলাটি সরাসরি মাঠে বসে উপভোগ করবেন অভিনেত্রী মানুষি ছিল্লার। তিনি (মানুষি ছিল্লার) বলেন, ‘সবসময়ই স্বপ্ন দেখেছি চোখের সামনে লিওনেল মেসিকে খেলতে দেখব। একজন প্রবল ভক্ত হওয়ার কারণে, এতগুলো বছর ধরে ফুটবল মাঠে তার জাদুর ঝলক দেখার পরিকল্পনা করছি। অনেকেই বলছেন এটাই নাকি মেসির শেষ বিশ্বকাপ তাই আগ্রহটাও বেড়ে গিয়েছে।’
লিওনেল মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করেন মানুষি। গ্যালারিভর্তি দর্শকের সাথে মেসির খেলা উপভোগ করবেন এ ব্যাপারটিতে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। মানুষি ছিল্লার কথায়, ‘আর্জেন্টিনা এখন নক আউট স্টেজে রয়েছে। সুতরাং নেদারল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে মেসির খেলা মিস করার কোনো উপায়ই নেই। এটি আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো একটি মুহূর্ত।’
প্রসঙ্গত যে, মানুষি ছিল্লার বর্তমানে জন আব্রাহামের বিপরীতে ‘তেহরান’ ছবিতে অভিনয় করছেন। এছাড়া, তাকে (অভিনেত্রী মানুষি ছিল্লার) দ্বিতীয়বারের মতো অক্ষয়ের বিপরীতে দেখা যাবে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিতে। -সূত্র : পিঙ্কভিলা
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description