যুক্তরাজ্যের নার্সরা ধর্মঘটে নামছেন!

প্রথমবারের মতো যুক্তরাজ্যের নার্সরা ধর্মঘটে নামছেন। অর্থনৈতিক সংকটের এ সময় প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ওপর চাপ প্রয়োগ করে কয়েক হাজার ব্রিটিশ নার্স ধর্মঘটে যাবে।বাড়তি বেতনের দাবিতেই তারা এই পথ বেছে নিয়েছে বলে জানা গেছে। আগামী ১৫েএবং ২০ ডিসেম্বর এই ধর্মঘটে প্রথমবারের মতো শামিল হবে তারা।
আরও অনেক খাতের কর্মীরাও ধর্মঘটে অংশ নেবে বলে জানা গেছে।
রয়্যাল কলেজ অব নার্সিংয়ের (আরসিএন) পক্ষ থেকে জানানো হয় যে, সরকার তাদের দাবি মানেনি। এদিকে, মুদ্রাস্ফীতি রেকর্ড পরিমাণ বেড়েছে, এ জন্য তারা বেতন বাড়ানোর দাবি করেছেন।
আরসিএনের সাধারণ সম্পাদক প্যাট কুলেন জানিয়েছেন, ‘নার্সিংয়ের কর্মীরা দীর্ঘদিন ধরে কম বেতনে কাজ করছেন, কর্মক্ষেত্রে তাঁরা নিরাপদ নন। তাঁরা আর এসব সহ্য করতে রাজি নন।’
কুলেন আরও জানিয়েছেন, ‘সরকার আনুষ্ঠানিক আলোচনায় রাজি হয়নি। দুই সপ্তাহ আগে তাঁরা ঘোষণা দিয়েছিলেন, দাবি না মানলে ধর্মঘটে যেতে বাধ্য হবেন তাঁরা। কিন্তু দুই সপ্তাহ কেটে যাওয়ায় তাঁরা এই পথ বেছে নিয়েছেন। ’
এ ধর্মঘটে অংশ নেবেন ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের নার্সরা। স্কটল্যান্ড এই ধর্মঘটে থাকছে না । -সূত্র : রয়টার্স
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description