মেসির সাথে সেলফি তুলতে দাঁড়িয়ে রইলেন অস্ট্রেলিয়ান ফুটবলাররা (ভিডিও)

কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে জনপ্রিয় হট ফেবারিট দল আর্জেন্টিনা। গোল করেছেন অধিনায়ক লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ। পরাজয়ের পরে স্বাভাবিকভাবেই অজিদের মন খারাপ ছিলো। কিন্তু, তাদের কয়েকজনকে দেখা গেলো আর্জেন্টিনার ড্রেসিংরুমের সামনে। সবাই খুঁজছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে!
গত শনিবার রাতের ওই ম্যাচে ফুটবল মহাতারকা লিওনেল মেসির বিপক্ষে খেলতে পারাই যেন অজি ফুটবলারদের জন্য বিরাট একটা ব্যাপার ছিল। তাই, ফুটবল মহাতারকা মেসির গোলে হারলেও তার সাথে ছবি তুলতে আর্জেন্টিনার ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে ছিলেন অস্ট্রেলিয়ার ফুটবলাররা। যাদের মধ্যে ছিলেন ক্রেগ গুডউইন, কিয়ানো বাক্কাস, জোয়েল কিংেএবং মার্কো টিলিওরা।
একটু পরই সেখানে উপস্থিত হন ফুটবল মহাতারকা মেসি। প্রথমে নিজের (মেসি) কাজে চলে যেতে চাইলেও অজি ফুটবলারদের ছবি তোলার অনুরোধে ঘুরে দাঁড়ান। তিনি হাসিমুখে একে একে সবার আবদার মিটিয়ে চলে যান ড্রেসিংরুমে। এ ম্যাচের পরবর্তী দুই দিনে এ ঘটনার ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে।
উল্লেখ্য যে, এই ম্যাচ দিয়েই নক আউট পর্বে প্রথম গোল করলেন পাঁচ বিশ্বকাপ খেলা ফুটবল মহাতারকা লিওনেল মেসি।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description