মিরাজের বীরত্বে ভারতকে হারালো বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের ১ম ওয়ানডেতে ভারতকে হারিয়েছে বাংলাদেশ দল। আজ রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের দেওয়া ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক উইকেটের জয় তুলে নিয়েছে জনপ্রিয় টাইগাররা।
খেলায় ১৩৬ রানে ৯ উইকেট হারানো বাংলাদেশের শেষ উইকেটে দরকার ছিল ৫১ রান। উইকেটে ছিলেন মেহেদী হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমান।
তাঁদের এই জনপ্রিয় জুটি ৪ ওভার বাকি থাকতেই বাংলাদেশকে জয়ের বন্দরে নোঙর করায়। মিরাজ ৩৯ বলে ৩৮ এবং মুস্তাফিজ ১১ বলে ১০ রানে অপরাজিত থাকেন।
রান তাড়া করতে নেমে বাংলাদেশ দলের শুরুটা ভালো ছিল না। দীপক চাহারের করা বাংলাদেশ ইনিংসের প্রথম বলে রোহিত শর্মাকে ক্যাচ দেন ওপেনার জনপ্রিয় নাজমুল হোসেন শান্ত। এ খেলায় তিনে নামা এনামুল হক বিজয়ও সুবিধা করতে পারেননি। তিনি ২৯ বলে ১৪ রান করে ফেরেন । ২৬ রানে ২ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসিএবং সাকিব আল হাসান। তৃতীয় উইকেটে ৪৮ রান যোগ করেন দু’জন। এরপরে ৬৩ বলে একটি ছক্কােএবং তিনটি চারে ৪১ রান করে আউট হন লিটন।
ভারপ্রাপ্ত অধিনায়কের বিদায়ের কিছুক্ষণ পরে ফিরে যান সাকিবও। এই অলরাউন্ডার ৩৮ বলে ২৯ রান করেন। পঞ্চম উইকেটে মুশফিকুর রহিম এবং মাহমুদ উল্লাহ যোগ করেন ৩৩ রান। এরপরে মুশফিক ও মাহমুদ উল্লাহ দ ‘জনই বিদায় নেন। এ ম্যাচে মুশির ব্যাট থেকে এসেছে ১৮ আর মাহমুদ উল্লাহর অবদান ১৪।
এছাড়া, সুবিধা করতে পারেননি আফিফ হোসেনও (৬)। ‘ডাক’ মেরেছেন এবাদত হোসেন এবং হাসান মাহমুদ। শেষ দিকে মিরাজ এবং মুস্তাফিজই জয় এনে দেন বাংলাদেশকে। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ দল।
এর আগে, টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। সাকিব আল হাসান এবং এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে টিম ইন্ডিয়া গুটিয়ে যায় মাত্র ১৮৬ রানে। এ খেলায় সর্বোচ্চ ৭৩ রান করেন লোকেশ রাহুল। এছাড়া, অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে ২৭ রান। এছাড়াও শ্রেয়াস আয়ার ২৪ এবং ওয়াশিংটন সুন্দর ১৯ রান করেন।
এ ম্যাচে তারকা ব্যাটার বিরাট কোহলি করতে পেরেছেন মাত্র ৯ রান। আর সাকিব ৩৬ রানে ৫টি উইকেট নিয়েছেন। এ ম্যাচে কম যাননি পেসার এবাদত হোসেন, তিনি ৪৭ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description