মিরাজের প্রশংসা করে গাভাস্কার বললেন ‘ভারত কিছু রান কম করেছিলো’

বাংলাদেশের কাছে ১ উইকেটের রুদ্ধশ্বাস পরাজয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে ভারত দল। গত রবিবারের ম্যাচে ভারতের পরাজয়ের পেছনে ব্যাটারদের দায় দেখছেন এ দেশটির কিংবদন্তি ওপেনার সুনিল গাভাস্কার। তার (সুনিল গাভাস্কার) মতে, ‘ব্যটাররা ৭০-৮০ রান কম করায় দল হেরে গেছে।’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে সাকিব আল হাসান এবং এবাদত হোসেনের বোলিং তোপে ১৮৬ রানে অল আউট হয় ভারত।
খেলায় ১৮৬ রানের পুঁজি নিয়ে দারুণ লড়াই করেছেন ভারতের বোলাররা। এক পর্যায়ে ১৩৬ রানেই বাংলাদেশের ৯ উইকেট পড়ে গিয়েছিলো। তারপরে শেষ উইকেটে মুস্তাফিজকে সাথে নিয়ে অবিশ্বাস্য জুটিতে ভারতকে হারিয়ে দেন মেহেদি মিরাজ। এছাড়া, এই অলরাউন্ডার ৩৯ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। এ খেলঅর ৪৩তম ওভারের দ্বিতীয় বলে মিরাজের সহজ ক্যাচ ফেলেন ভারতের উইকেটরক্ষক লোকেশ রাহুল। তখনও ১৫ রানে ছিলেন মিরাজ। এছাড়া, অনেক বিশেষজ্ঞের মতে, সেটাই ছিল এ ম্যাচের টার্নিং পয়েন্ট।
সনি স্পোর্টস নেটওয়ার্কের সাথে আলাপকালে সুনিল গাভাস্কার বলেন, ‘অবশ্যই আমরা সেই ক্যাচটি নিয়ে ভাবছি। কারণ তখন শেষ উইকেট ছিল। ক্যাচটি হলে ম্যাচটি সেখানেই শেষ হয়ে যেতে পারত। কিন্তু ঘটনা হলো, ভারত মাত্র ১৮৬ রান করেছে। এক পর্যায়ে ১৩৬ রানে বাংলাদেশ ৯ উইকেট হারিয়েছিল। শেষ উইকেটে মেহেদি হাসান ভাগ্যক্রমে ক্যাচ দিয়েও জীবন পায়। মেহেদি দারুণ ক্রিকেট খেলেছে। সাহসী শট খেলেছে। ভারত ৭০-৮০ রান কম করেছে। তারা ২৫০ রান করলে ম্যাচটা অন্য রকম হতে পারত।’
সুনিল গাভাস্কার মনে করেন, সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ বেশি সতর্ক হয়ে গিয়েছিলো। তাই জিততে এত বেশি লড়াই করতে হয়েছে। বিশেষ করে, মিডল অর্ডারের ব্যাটাররা সবাই ব্যর্থ।সুনিল গাভাস্কারের ভাষায়, ‘ওভারপ্রতি ৪ রানের কম তুলতে হওয়ায় বাংলাদেশের ওপর চাপ কম ছিল। কিন্তু বেশি সতর্কভাবে খেলার কারণেই ম্যাচটি কঠিন করে ফেলেছিল বাংলাদেশ। তবু আমি মনে করি ভারত ৭০-৮০ রান কম করেছে। এ জন্যই ম্যাচ হেরেছে তারা।’
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description