• Tuesday, 07 February 2023

মিরপুর স্টেডিয়ামে ঢুকতে না পেরে জান্নাত জেবার কান্না!

মিরপুর স্টেডিয়ামে ঢুকতে না পেরে জান্নাত জেবার কান্না!

টিকিট হাতে তিন ঘণ্টা অপেক্ষা করেছিলেন তিনি, এগেট-ওগেট করে দৌড়েছেন, কিন্তু, স্টেডিয়ামে ঢুকতে পারেননি জান্নাত জেবা । বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ দেখতে গিয়েছিলেন অভিনয়শিল্পী জান্নাত জেবা নামের ।

কিন্তু, শেষ পর্যন্ত ঢুকতে না পেরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেটেই চোখের জল ঝড়িয়েছেন তিনি।

গত শুক্রবার দুপুরে এ বিষয়টি নিয়ে আলাপকালে জান্নাত জেবা গণমাধ্যেমকে বলেন, ‘আমি দেখেছি টিকিট ছাড়া অনেকেই ঢুকে গেছে। এরপর হঠাৎ করেই গেট বন্ধ করে দেওয়া হয়। আমার টিকিট থাকা সত্ত্বেও কোনোভাবেই আমাকে ঢুকতে দেওয়া হয়নি। অনেক অনুরোধ করেছি, কিন্তু তারা আমার কথা শোনেইনি। এক গেট থেকে আরেক গেটে পাঠিয়েছে। আমি হয়রানির শিকার হয়েছি।’

অবশেষে তিন ঘণ্টা পরে জেবার কান্নার কারণেই শেষ মুহূর্তে এক ব্যক্তি তাঁদের স্টেডিয়ামে ঢুকতে দেন বলে গণমাধ্যেমকে জানান জান্নাত জেবা।
তিনি আরও বলেন, ‘আমি বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি। ক্রিকেট আমার আবেগ। টিকিট কেটেও যখন ভেতরে ঢুকতে পারছিলাম না, তখন অটোমেটিক আমার কান্না চলে আসছে। শেষ মুহূর্তে খেলা দেখার সুযোগ পেয়েছি, কিন্তু পুরো ঘটনা সুখকর ছিল না।’

জান্নাত জেবা আরও জানান, তার ইউনিভার্সিটিতে ক্লাস থাকায় স্টেডিয়ামে যেতে দেরি হয়েছিলো। গিয়ে তিনি দেকতে পান গেট বন্ধ। তার (জেবা) দাবি, গেট খুলে টিকিট ছাড়াও অনেক মানুষকে ঢোকানো হয়েছে। কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি।

জেবা জান্নাতকে প্রথম দেখা যায় জয়নাল হাজারীর লাইভ শো’র একটি অনুষ্ঠানে। যেখানে জান্নাত জেবার উপস্থাপনা করার কথা ছিল। তবে, জয়নাল হাজারী মারা যাওয়ায় তাঁকে আর সেখানে দেখা যায়নি।

পরে, টেলিভিশন নাটকে নিয়মিত হন জান্নাত জেবা। আফরান নিশোর সাথে ‘ক্রস কানেকশন’ নাটকের একটি ক্লিপস ভাইরাল হয়। এছাড়া ‘পার্টনারশিপ আনলিমিটেড’ এবং ‘রিকশাওয়ালার প্রেম’সহ ১৫টির বেশি নাটকে অভিনয় করেছেন জান্নাত জেবা।

comment / reply_from