
ভারতের বিপক্ষে অবিশ্বাস্য জয়
স্পোর্টস ডেস্ক :
ভারতের বিপক্ষে ১৮৭ রান তাড়ায় ৪ উইকেটে ১২৮ রান করে জয়ের পথেই ছিল বাংলাদেশ; কিন্তু এরপর মাত্র ৮ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে পরাজয়ে শঙ্কিত হয়ে পড়ে টাইগাররা। তবে শেষ উইকেটে মেহেদি হাসান মিরাজ-মোস্তাফিজুর রহমানের ৫১ রানের অবিশ্বাস্য জুটিতে নিশ্চিত হারা ম্যাচে জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ।
ম্যাচ শেষে অধিনায়ক লিটন কুমার দাস বলেন, আমি যখন ড্রেসিং রুমে ছিলাম, আমি সত্যিই খুব নার্ভাস ছিলাম; কিন্তু মিরাজ-মোস্তাফিজ যেভাবে ব্যাটিং করেছে, আমি তাদের খেলা অনেক উপভোগ করেছি।
তামিম ইকবালের ইনজুরিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটন আরও বলেন, আমি এবং সাকিব যখন উইকেটে ছিলাম তখন ভেবেছিলাম আমরা সহজেই জিতে যাব; কিন্তু আমরা যখন আউট হই, তখন ব্যাপারটা কঠিন হয়ে যায়। অন্যদের ওপর আমার বিশ্বাস ছিল। এ জয়ের অনুভূতি প্রকাশে আমার কোনো ভাষা নেই, এটা আমাদের অবিশ্বাস্য এক জয়। মিরাজকে অভিনন্দন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description