• Tuesday, 06 December 2022

ভারতকে হারাতে পারলে জিম্বাবুয়ের ক্রিকেটার বিয়ে করবেন এই অভিনেত্রী

ভারতকে হারাতে পারলে জিম্বাবুয়ের ক্রিকেটার বিয়ে করবেন এই অভিনেত্রী

ভারতকে হারাতে পারলে জিম্বাবুয়ের ক্রিকেটারকে বিয়ে বলে জানিয়েছেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী শেহার শিনওয়ারি। অভিনেত্রীর (শেহার শিনওয়ারি) টুইটের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, শেহার শিনওয়ারি জিম্বাবুয়ে ক্রিকেটারদের উদ্দেশ্যে ভারতকে হারানোর আহ্বান জানিয়েছেন। এর সাথে সাথে তিনি (শেহার শিনওয়ারি)এটাও জানিয়েছেন যে, তারা (জিম্বাবুয়ে) ভারতকে এ ম্যাচে হারাতে পারলে যে কোনও (জিম্বাবুয়ের) একজন ক্রিকেটারকে তিনি বিয়েও করবেন।

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ এর সেমিফাইনালে যাওয়ার রেসে জমে ওঠেছে গ্রুপ-২। এ গ্রুপ থেকে সেমিতে যেতে পারবে দু’টি দল। কিন্তু, এর রেসে টিকে রয়েছে চার দল। যেখানে টেবিল টপার ভারত এবং দক্ষিণ আফ্রিকার সেমিতে যাওয়ার নিশ্চয়তা বেশি। কাগজে কলমে বাংলাদেশ এবং পাকিস্তানেরও সমূহ সম্ভাবনা রয়েছে। তবে, তার জন্য অসাধ্যসাধন করার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকার বাকি ম্যাচগুলোর দিকে। সেই সাথে বৃষ্টির আবহাওয়া তো রয়েছেই। এ রকম যখন সমীকরণ তখন নিজ দেশকে বিশ্বকাপের সেমিতে দেখতে অদ্ভূত এক ধরনের প্রস্তাবনা দিয়েছেন এই পাকিস্তানি সুন্দরী ও জনপ্রিয় শেহার শিনওয়ারি। -সূত্র : এনডিটিভি।

comment / reply_from