ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই ক্রোয়েশিয়া জরিমানার কবলে!

জনপ্রিয় দল ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে গতবারের রানার্স আপ ক্রোয়েশিয়া দল। কিন্তু, মাঠে নামার আগেই জরিমানার কবলে পড়তে হলো ইউরোপের এ দলটিকে।
ক্রোয়েশিয়ার সাথে জরিমানার কবলে পড়েছে সার্বিয়াও। বিদ্বেষমূলক বার্তা এবং জাতিগত উসকানিমূলক আচরণের কারণে ক্রোয়েশিয়াকে এই জরিমানা করা হয়।
ক্রোয়েশিয়াকে প্রায় ৫০ হাজার ৫৮০ ইউরো এবং সার্বিয়াকে প্রায় ২০ হাজার ২৩০ ইউরো জরিমানা করেছে ফিফা।
বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ চলাকালেই ড্রেসিংরুমে কসোভোর জাতীয় পতাকা টানিয়ে বিদ্বেষমূলক বার্তা দিয়েছিলো সার্বিয়া। আর এ ঘটনায় কসোভো আপত্তি জানালে নড়চড়ে বসে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আর গ্যালারি থেকে মাঠের খেলোয়াড়কে বাজে মন্তব্য করায় ক্রোয়েশিয়ার বিপক্ষে তদন্তে নামে এ সংস্থাটি।
বিশ্বকাপে ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল কানাডা এবং ক্রোয়েশিয়া। ম্যাচে ক্রোয়েটরা ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছিলো কানাডা দলকে। তবে, এ ম্যাচ চলাকালেই ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। এই ম্যাচের একপর্যায়ে গ্যালারিতে থাকা ক্রোয়েশিয়ার সমর্থকরা কানাডার গোলরক্ষক মিলান বোরজানকে বাজে ভাষায় গালমন্দ করেন। এমনকি তার স্ত্রী এবং বাপ-মাকে নিয়েও বাজে মন্তব্য করেন ক্রোয়েট সমর্থকরা।
জানা যায়, কানাডার গোলকিপার মিলান বোরজানের জন্ম ক্রোয়েশিয়ার কিনিন শহরে। কিন্তু, তিনি ‘অপারেশন স্ট্রাম’-এর সময় পরিবারসহ কানাডায় চলে যান। তবে, তার পূর্বপুরুষরা তুরস্কের বাসিন্দা ছিল। তবে কানাডায় গিয়ে খেলাধুলার সাথে যুক্ত হন ও পরে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান তিনি।
ম্যাচ চলাকালে বোরজানকে হেয় ও অপদস্ত করার চেষ্টায় গতবারের রানার্স আপ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description