ব্রাজিলের জন্য ‘কঠিন’ ঘোষণা দিয়েছেন এই মডেল

কাতার বিশ্বকাপে গত শুক্রবার (৯ ডিসেম্বর) সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছে ব্রাজিল দল। আবার কেউ কেউ তো প্রিয় দলের জয়ে নগ্ন হওয়ারও ঘোষণা দিয়ে যাচ্ছেন।
সম্প্রতি, এই তালিকায় যুক্ত হলেন ব্রাজিলের অন্যতম মডেল ডায়ান টোমাজন। তিনি (ডায়ান টোমাজন) ঘোষণা দিয়েছেন, ‘আগামী ম্যাচে ব্রাজিলের প্রতিটি গোলের পরেই টপলেস হয়ে ছবি পোস্ট করবেন।’
এত দিন অখ্যাত একজন ছিলেন ডায়ান টোমাজন। তিনি কাজে খুব একটা পরিচিতও পাননি। তবে, এইবার কাতার বিশ্বকাপে ব্রাজিল নিয়ে নানা কথাবার্তা তাকে (ডায়ান টোমাজন) আলোচনায় নিয়ে এসেছে।
২৪ বছর বয়সী অন্যতম এই মডেল (ডায়ান টোমাজন) ঘোষণা দিয়েছেন, ‘বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি গোল ভিন্নভাবে উদ্যাপন করবেন তিনি (ডায়ান টোমাজন)। সেই উদযাপনে প্রতিটি গোলের পরেই টপলেস হয়ে ছবি পোস্ট করবেন।’
এই মডেল (ডায়ান টোমাজন) মনে করেন, ‘এবারের ব্রাজিল দলটি বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার। তিতের দলের চ্যাম্পিয়ন হওয়ার সব সামর্থ্যই আছে। মাথা ঠাণ্ডা করে খেললে আগের দুই পর্বের মতো সামনের বাধাগুলোও টপকে যাবে ব্রাজিল।’
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description