• Tuesday, 06 December 2022

বিপদমুক্ত রয়েছেন বলিউড অভিনেত্রী রম্ভার পরিবার

বিপদমুক্ত রয়েছেন বলিউড অভিনেত্রী রম্ভার পরিবার

কিছুদিন আগেই ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন প্রাক্তন জনপ্রিয় অভিনেত্রী রম্ভা । কানাডায় বাচ্ছাদের স্কুল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার সময় এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী এবং তাঁর বাচ্চারা।

বাকিরা দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেও অভিনেত্রী রম্ভার মেয়ে সাশাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। তবে, এখন সাশা ভালো আছেন ও হাসপাতাল থেকে বাড়িও ফিরে এসেছেন বলে নিজেই জানিয়েছেন অভিনেত্রী রম্ভা।

রম্ভা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে ভিডিও পোস্ট করেছেন, তাতে দেখা গেছে তাঁর বাচ্চারা খুশির মেজাজে খেলায় ব্যাস্ত ও তাঁরা আনন্দ করছে। ওই ভিডিওর ক্যাপশনে রম্ভা লিখেছেন, ‘বাচ্চারা এই সপ্তাহের শেষ থেকেই আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে। তাঁদের সঙ্গে আমাদের জীবনও ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে। আমিও তাদের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছি।’

উল্লেখ্য, রম্ভার এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর অভিনেত্রীর ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পরে। যা দেখে অবাক হন অভিনেত্রী রম্ভা। ভক্তদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে, রম্ভা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্টও দিয়েছেন।

জুদওয়া ও বন্ধন এবং কিয়ো কি ম্যা ঝুঠ না বোলতার মতো একধিক জনপ্রিয় হিন্দি সিনেমায় রম্ভাকে অভিনয় করতে দেখা গিয়েছে।

গত ২০১০ সালে ব্যবসায়ী ইন্দ্রান পথমানাথনের সাথে গাঁটছড়া বাঁধেন রম্ভা ও কানাডায় চলে যান।

comment / reply_from