
বানারীপাড়ায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কোচিং সেন্টারের পরিচালক গ্রেফতার
বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় সরকারি ফজলুল হক কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক সোহাগ হাওলাদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোহাগ চাখার ইউনিয়নের বলহার গ্রামের সত্তার হাওলাদারের ছেলে।
সোমবার দুপুরে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে ৪ ডিসেম্বর রবিবার রাতে ভিকটিম ওই ছাত্রীর পিতা সিদ্দিকুর রহমান বাদী হয়ে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চাখার থেকে সোহাগকে গ্রেফতার করে।
মামলাসূত্রে জানা গেছে, বানারীপাড়ার সীমান্তবর্তী ঝালকাঠি সদর থানার রামচন্দ্রপুর গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে বানারীপাড়ার সরকারি ফজলুল হক কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী। ওই ছাত্রী চাখারে সোহাগ হাওলাদারের পরিচালিত কোচিং সেন্টারে তার কাছে প্রাইভেট পড়তো। সোহাগ ওই ছাত্রীকে প্রাইভেট পড়ানোর বিভিন্ন সময় বিয়ের প্রস্তাব দিত। এতে সে রাজি না হওয়ায় এক পর্যায়ে কোচিং সেন্টারে তাকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন দিয়ে তার কিছু অশ্লীল ছবি তোলে। পরে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া ও বিয়ের প্রলোভনে কোচিং সেন্টারের মধ্যে সোহাগ তাকে একাধিকবার ধর্ষণ করে ।
সর্বশেষ গত ২৮ নভেম্বর সন্ধ্যায় কোচিং সেন্টারে তাকে ধর্ষণ করা হয়। ওই ছাত্রী তাকে বিয়ের কথা বললে গত ২৯ নভেম্বর সকালে সোহাগ তাকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার চেষ্টা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়। খবর পেয়ে ওই ছাত্রীর বাবা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ প্রসঙ্গে, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. মাসুদ আলম চৌধুরী বলেন, এ ঘটনায় মামলা নিয়ে আসামি সোহাগকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description