
বাগাতিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের গরু-ছাগল
বাগাতি পাড়া প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় একটি বাড়িতে আগুনে পুড়ে গেছে দুটি ঘর ও গরু-ছাগল। শুক্রবার রাতে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সাতশৈল গ্রামের হাবিবুল্লা গাইনের ছেলে সোলেমান আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।
এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীরা। স্থানীয়রা জানায়, ঘটনার দিন রাতে গরু-ছাগল বেধে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। পরে রাত, পৌনে এগারোটার দিকে পাশের বাড়ির একজন বাহিরে বের হলে আগুন দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। সেই চিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে। প্রায় আধাঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই দুইটি টিনের ঘর, দুটি গরু, একটি ছাগল, ঘরে থাকা ফসল এবং একটি বাইসাইকেল পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গরুর ঘরে দেয়া কয়েলের আগুন থেকে এর সূত্রপাত হতে পারে বলে তাদের ধারণা। ফাগুয়াড়দিয়াড় ইউপি চেয়ারম্যান এস এম লেলিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description