
বাকৃবিতে রোভার স্কাউট গ্রুপের নতুন কমিটি গঠন
মো আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের নতুন কার্যনির্বাহী কমিটি ২০২২-২৩ গঠিত হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে কৃষি অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জিসান মোস্তাসিন এবং সাধারণ সম্পাদক হিসেবে একই অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাইম আহমেদ সিফাত মনোনীত হয়েছেন।শনিবার (২৬ নভেম্বর) বাকৃবি রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার ড. মো. জহিরুল আলম নতুন কার্যনির্বাহী কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সুস্মিতা সরকার বৃষ্টি, সাংগাঠনিক সম্পাদক অঞ্জন মল্লিক, সহ-সাংগাঠনিক সম্পাদক মাশরুফা আক্তার মুন্নি, প্রচার সম্পাদক তানবিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সাবরিনা আখতার সুস্মিতা, অর্থ বিষয়ক সম্পাদক মো. আল আমিন হোসেন, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক জোবায়ের খান, পাঠাগার বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তমাল কর্মকার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সুমাইয়া ইসলাম সানিয়া, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাজসজ্জা বিষয়ক সম্পাদক রুবাইয়াত আফরোজ তুসি এবং ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম মনোনীত হয়েছেন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description