Saturday, 26 November 2022
Logo

বাংলাদেশকে হারিয়ে বাকীদের বিপদে ফেলতে চায় পাকিস্তান

বাংলাদেশকে হারিয়ে বাকীদের বিপদে ফেলতে চায় পাকিস্তান

বিশ্বকাপে গ্রুপ-১ এর দুই সেমিফাইনালিস্ট নিউজিল্যান্ড ও ইংল্যান্ড নির্ধারিত হয়ে গেছে। কিন্তু, গ্রুপ-২ এর অবস্থা এখনও- 'শেষ হইয়া হইল না শেষ'! ৬ দলের একটি ছিটকে গেছে এ টুর্নামেন্ট থেকে। কাগজে কলমে বাকি পাঁচটি দলের সুযোগ রয়েছে সেমিফাইনালে যাওয়ার। সেই লড়াইয়ে এগিয়ে থাকতে্কেআগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান।

এর আগে, পাকিস্তানের বাঁহাতি ব্যাটসম্যান শান মাসুদ জানালেন, ‘বাংলাদেশকে হারিয়ে তারা বাকি দলগুলোর সেমিতে যাওয়া কঠিন করে দিতে চান।
বিশ্বকাপের সুপার টুয়েলভে ‘২’ নম্বর গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে ভারত। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার ঝুলিতে রয়েছে ৫ পয়েন্ট। সমান ৪ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান আর চারে বাংলাদেশ। যেখানে রানরেটে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ পিছিয়ে আছে। এই চার দলের খুব বেশি সম্ভাবনা আছে সেমিতে যাওয়ার। শুধু তাই নয়, অংকের সমীকরণ বলছে ৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকা জিম্বাবুয়েও টিকে আছে সেমির লড়াইয়ে!’

তবে, পাকিস্তান সেমিফাইনালের ভাবনা ভাবতে চায় না। তারা বাংলাদেশকে হারিয়ে অন্যদের কাজটা কঠিন করে দিতে চায়। আজ ৫ নভেম্বর শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে শান মাসুদ বলেন, 'যা আমাদের হাতে আছে আমরা সেটির ওপর পুরো মনোযোগ দেব। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ থেকে দুই পয়েন্ট পাওয়ার আছে। আমরা চেষ্টা করব ম্যাচটি জিতে অন্য দলগুলোর কাজ কঠিন করতে। এই গ্রুপের শেষ বল হওয়া পর্যন্ত (সেমি-ফাইনালের) আশা থাকবে। আমি মনে করি, কালকের ম্যাচে ভালো সুযোগ আছে।'

রবিবারের প্রথম ম্যাচে যদি নেদারল্যান্ডসের কাছে হেরে যায় অথবা যদি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয় তাহলে বাংলাদেশ-পাকিস্তানের মাঝে বিজয়ী দল চলে যাবে সেমিফাইনালে! তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নিজেদের ভুলগুলো শুধরে নিতে চান শান মাসুদ, 'আমাদের জন্য এটিই শিক্ষা হতে পারে যে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে হবে ও প্রতি ম্যাচে উন্নতি করতে হবে। বাংলাদেশের বিপক্ষে আমাদের পারফরম্যান্সের আরও উন্নতি ঘটানোর চেষ্টা থাকবে বলে আশাবাদম ব্যক্ত করেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেসব ভুল করেছি সেগুলো যেন আর না হয় ও ভালো বিষয়গুলো আরও ভালো করতে পারি। '

comment / reply_from