• Tuesday, 07 February 2023
বাঁশখালীতে ৭শ পিচ ইয়াবাসহ ব্রাজিল সমর্থক আটক

বাঁশখালীতে ৭শ পিচ ইয়াবাসহ ব্রাজিল সমর্থক আটক

মোহাম্মদ ছৈয়দুল আলম, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০০ পিচ ইয়াবাসহ একজন ব্রাজিলের জার্সি পরিহিত অবস্থায় ইয়াবা পাচার কালে                      আজ (২৬ নভেম্বর ২০২২ শনিবার) ৫ টা ৪০ মিনিটের সময় বাঁশখালী থানাধীন দক্ষিন পুঁইছড়ি ফ্রুটখালী ব্রীজের দক্ষিন পাশে                       পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ৭০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করা হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিনের নির্দেশনায় এসআই( নিঃ) মোঃ আজিমুল হক এবং সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক                  করে। জানা যায় ইয়াবা পাচারকারী হচ্ছেন, কক্সবাজার জেলা, টেকনাফ থানাধীন মিড়া পানির ছড়া ১ নং ওয়ার্ডের আব্দুল মালেক                  এরপুত্র আব্দুর রহমান (২৩) বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিদিনের মত                  বাঁশখালী থানাধীন দক্ষিন পুইছড়ি ফ্রুটখালী ব্রীজের দক্ষিন পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এসআই (নিঃ) মোঃ আজিমুল        হক এবং সঙ্গীয় ফোর্সসহ উক্ত অভিযানে ৭০০ পিস ইয়াবা সহ একজন যুবক কে আটক করা হয়। উদ্ধার সংক্রান্তে মামলা রুজু পূর্বক        আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রহিয়াছে বলে জানান ওসি বাঁশখালী।

comment / reply_from