
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
যশোর প্রতিনিধি: বাঘারপাড়া উপজেলার ৬ নম্বর দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব দফাদারের সভাপতিত্বে এবং রেজওয়ান হোসেনের সঞ্চালনায়, শুক্রবার দিনব্যাপী বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর মেডিকেল কলেজের গাইনি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নিকুঞ্জ বিহারী গোলদার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রত্যান্ত গ্রাম অঞ্চলের মানুষ এত টাকা খরচ করে শহরে বড় বড় ডাক্তারের কাছে যেতে পারে না তাদের সেবার উদ্দেশ্যে আমার এই সল্প প্রয়াস মাত্র, আমি সপ্তাহে দু'দিন বিভিন্ন অঞ্চলে এই সেবা অব্যাহত রেখেছি। এছাড়াও এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার মিজানুর রহমান অবসরপ্রাপ্ত শিক্ষক বরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় দুই শতাধিক মানুষের চিকিৎসা সেবা প্রদান করেন ডা•নিকুঞ্জ বিহারী গোলদার। রুগিরা বলেন সাংবাদিকদের প্রচার এর মাধ্যমে আমরা বেশি যানতে পেরেছি। ডাঃ বাবু আমাদের কাছে এসে আমাদের ফ্রিতে চিকিৎসা ও ওষুধ দিচ্ছেন আমরা অনেক উপকৃত হচ্ছি। আমরা দোয়া করি আল্লাহ ডাঃ বাবু কে ভালো রাখে সুস্থ রাখে অনেক দিন বাঁচিয়ে রাখে এবং তিনি যেন আরো বড় পরিসরে দেশ সেবার সুযোগ পান।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description