• Saturday, 10 December 2022

বক্স অফিস এবার মুখোমুখি জাহ্নবী-ইশান

বক্স অফিস এবার মুখোমুখি জাহ্নবী-ইশান

২০১৮ সালে ‘ধাড়াক’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ও শাহিদ কাপুরের চাচাত ভাই ইশান খাট্টার। প্রথম সিনেমায় একসাথে কাজ করার পাশাপাশি দু’জনে একে অন্যের সাথে সম্পর্কেও জড়িয়ে পড়েন, এমনটাই গুঞ্জন ছিল বলিউডে। তবে, সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি বলেও জানা গেছে। কিন্তু এখনো এ দুই তারকার সম্পর্কের ব্যাপারটি নিয়ে বলিউডে আলোচনা হয়। প্রায়ই একসাথে উচ্চারিত হয় তাদের নাম।

এবার আবারো একসাথে আলোচনায় উঠল এই দুই তারকার নাম। ফের মুখোমুখি হচ্ছেন জাহ্নবী-ইশান। একই দিনে মুক্তি পেল দু’জনের সিনেমা। জাহ্নবীর থ্রিলার চলচ্চিত্র ‘মিলি’ আজ শুক্রবার (৪ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এদিনেই মুক্তি পেয়েছে ইশানের ‘ফোন ভূত’। ‘ফোন ভূত’-এ আরো অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও ক্যাটরিনা কাইফ।

বক্স অফিসে সাবেক প্রেমিকের সাথে সংঘর্ষের বিষয়ে জাহ্নবীর মতামত জানতে চায় ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮। ইশান সম্পর্কে প্রশ্ন করা হলে জাহ্নবী বলেন, ‘‘ইশান সম্প্রতি আমাকে ‘মিলি’র জন্য শুভকামনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন ও আমিও তাকে তাঁর সিনেমা ‘ফোন ভুত’-এর জন্য শুভকামনা জানিয়েছি। আমার মনে হয় এতে প্রতিযোগিতার একটি আভাস ছিল। যাই হোক, আমরা সত্যিই একে অপরের জন্য হৃদয় থেকে শুভেচ্ছা জানাই। আমরা একসাথে যাত্রা শুরু করেছি। আমরা একে অপরের জন্য সবসময় ভালো কিছু কামনা করব।’

ইশানের নতুন চলচ্চিত্র ‘ফোন ভূত’ বিষয়ে জাহ্নবী বলেন, ‘আমি ট্রেলারটি দেখেছি এবং এটি অনেক মজার বলে মনে হয়েছে আমার কাছে। ইশান যখন ছবিটিতে সাইন করতে যাচ্ছিলেন তখন আমরা সংক্ষিপ্তভাবে এটির বিষয়ে কথা বলেছিলাম। আমি এটি সম্পর্কে কিছুটা জানি ও এটি দারুণ সিনেমা হতে যাচ্ছে। ’

জাহ্নবী অভিনীত ‘মিলি’ হল ২০১৯ সালের মালায়ালাম সিনেমা ‘হেলেন’-এর হিন্দি রিমেক ও এটি পরিচালনা করেছেন মাথুকুট্টি জেভিয়ার। মালায়লাম হেলেনও পরিচালনা করেছিলেন তিনি। এ সিনেমাটি প্রযোজনা করেছেন জাহ্নবীর বাবা বনি কাপুর। এই প্রথম বাবা-মেয়ে একসাথে কাজ করছেন।-সূত্র : হিন্দুস্তান টাইমস

comment / reply_from