• Saturday, 10 December 2022
নওগাঁয় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁয় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে শামসুল আলম স্বপন (৩৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ দিকে উপজেলার সাতবিলা দিঘির মাঠে ধানক্ষেতের মাঝে একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শামসুল আলম স্বপন জেলার পতœীতলা উপজেলার বড়ইল গ্রামের ওসমান হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শামসুল আলম স্বপন কিছুটা মানসিক রোগী ছিলেন। মাঝে মধ্যে তিনি নিখোঁজ থাকতেন। হঠাৎ করে আজ সকালে স্থানীয়রা মাঠের ধানক্ষেতের মাঝে একটি গাছের ডালের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা।

তিনি আরো বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় প্রাথমিক অবস্থায় একটি মামলা অপমৃত্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে। যদি নিহতের পরিবার পক্ষ থেকে মামলা করা হয় তাহলে মামলা গ্রহণ করা হবে।

comment / reply_from