
ধর্মপাশায় মুক্তিযোদ্ধার সন্তান সন্ত্রাসী হামলার শিকার
নুর রহমান তুষার ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশায় সাকির হোসেন সাগর (৩১) নামে এক বীর মুক্তিযোদ্ধার সন্তান সন্ত্রাসী হামলার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সন্ত্রাসী হামলায় আহত সাকির হোসেন সাগরকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সাগর উপজেলার সেলবরষ ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নূর হোসেনের ছেলে। সে আমরা মুক্তিযোদ্ধার সন্তান নামের আওয়ামী ভাব ধারা সংগঠন জেলা কমিটির যুগ্ম আহবায়ক এবং উপজেলা আওয়ামী যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।
ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারস্থ সেলবরষ ইউনিয়ন আ,লীগের কার্যালয়ের সামনের রাস্তায় একেই ইউনিয়নের দক্ষিণ বীর গ্রামের হামিদুল হক মিলন(৪৫) ও তার ছেলে আসামাজ চৌধুরী আদলের (২২) নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁর উপর এ হামলার ঘটনাটি ঘটায়।
এঘটনার পর পরেই আহত সাকির হোসেন সাগর বাদি হয়ে হামিদুল হক মিলন ও তার ছেলে আসামাজ চৌধুরী আদলসহ ৬ জনকে আসামি করে ধর্মপাশা থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে বীর মুক্তিযোদ্ধার সন্তান সাকির হোসেন সাগর সেলবরষ ইউনিয়ন আ,লীগ কার্যালয়ের সামনের রাস্তায় তাঁর এক বন্ধুর অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। এসময় উপজেলার দক্ষিণ বীর গ্রামের হামিদুল হক মিলনের ছেলে আসামাজ চৌধুরী আদল সেখানে এসে সাগরের নিকট টাকা দাবি করে। টাকা চাওয়া এবং খরচ পছন্দ না হওয়ায় সাগর তাকে ধমক দিয়ে শাসন করে । এক পর্যায়ে সে তাকে চড়, থাপ্পর দেন। পরে আদল সেখান থেকে দৌড়ে গিয়ে তাকে সাগরে মারধর করেছে বলে সে তার বাবার কাছে জানায়। ছেলের এমন কথা শুনা মাত্রই তার বাবা হামিদুল হক মিলন ক্ষিপ্ত হয়ে সঙ্গে- সঙ্গে তিনি তাঁর লোকজনদেরকে সাথে নিয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে গিয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তান সাকির হোসেন সাগরের উপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে রক্তাক্ত অবস্থায় সাগর মাটিতে লুটে পড়ে। পরে স্থানীয় লোকজন সেখান থেকে গুরুতর আহতাবস্থায় সাগরকে উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।অভিযুক্ত আদল একজন বেপরোয়া মটর বাইকার। তার বাইকের গতি এবং বিকট শব্দ দুষনে গোটা বাদশাগন্জ এলাকার আকাশ বাতাস কম্পিত হয়ে উঠে।
এ ব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনচার্য মোহাম্মদ মিজানুর রহমান মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description