• Tuesday, 06 December 2022
দেশে ডলারের সংকট নয়, টাকার সংকট আছে : পরিকল্পনামন্ত্রী

দেশে ডলারের সংকট নয়, টাকার সংকট আছে : পরিকল্পনামন্ত্রী

নোহান আরেফিন নেওয়াজ( শান্তিগঞ্জ) প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান বলেছেন, আমাদের দেশে ডলারের সংকট নয়, টাকার সংকট আছে৷ ডলার সংকটের মূল কারণ হচ্ছে দেশে এখন উৎপাদন কম। তাই বাইরে থেকে আমদানি বেড়ে যাওয়ায় ডলার কমে গেছে। 
 
রবিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুরে ১ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
তবে ডলারের টানাটানি এখন কমে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই সংকট আরও কমবে। এজন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে।শুধু ঘরে বসে খেলে হবে না৷ ফসল চাষ করতে হবে। উৎপাদন বৃদ্ধি পেলে আমদানি ব্যয় কমে আসবে। লোকজন উপকৃত হবে। আমরাও কর বেশি পাবো।
 
মন্ত্রী আরো বলেন, সরকারের উদ্দেশ্য ভালো৷ সরকার জনগণের ভালো চায়৷ মানুষের উন্নয়নের জন্য যা প্রয়োজন সব করছি আমরা। তবে দেশের সর্বত্র গ্রাউন্ডে অপচয় হচ্ছে এটা অস্বীকার করার কিছু নেই। সুদের ঋণ বাড়ছেই। আমাদের সাবধান হতে হবে, ঋণের ক্ষেত্রে, অপচয়ের ক্ষেত্রেও৷
 
এসময় উপস্থিত ছিলেন, জেলা এলজিইডি প্রকৌশলী  মাহবুব আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ কালাশাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, ইউআরসি ইনস্ট্রাক্টর আব্দুল মান্নান, শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার প্রমূখ।
 
অপরদিকে দুপুরে পূর্ব বীরগাঁও ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের মাঝে এনজিও সংস্থা উত্তরণের উদ্যোগে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

comment / reply_from