
দক্ষিণ সুরমায় দূর্নীতি বিরোধী দিবস পালন
দক্ষিণ সুরমা প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১১টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা
প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রাঙ্গনে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ হল রুমে দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা
সাধারণ সম্পাদক সাংবাদিক হাজী এম. আহমদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্য ব্রত রায়, উপজেলা কৃষি অফিসার রাজিব হোসেন, মোগলা বাজার থানার সাব ইন্সপেক্টর শাহ তোফায়েল। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
পরে বিকাল ৩টায় দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সিলেট-সুলতানপুর সড়কে সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ
বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী, স্কাউট দল ও স্থানীয় জনসাধারণ কে নিয়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ^’ প্রতিপাদ্য কে সামনে রেখে বিকেলে সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা সাংবাদিক এম. আহমদ আলীর সভাপতিত্বে ও আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইসচেয়াম্যান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট লেখক ও গবেষক মোঃ জয়নুল আবেদীন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কমিটির সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ুম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও ইয়াসিন উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রইছ আলী, কমিটির সদস্য ও ব্যবসায়ী মোঃ উসমান আলী, সিলাম পদ্মলোচনা বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শাহ টিপু সুলতান, আবুল হোসেন বখত, শামীম আহমদ, শিক্ষক মাহবুবুর রহমান, সমাজসেবী খায়রুল আমিন প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন স্কাউট সদস্য লুৎফা বেগম সীমা। পরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description