ডার্টি বম্বের অভিযোগ: দেড়-দুই মাসে আন্তর্জাতিক তদন্তের ফল পাওয়া যাবে

ইউক্রেনে ‘ডার্টি বম্ব’ বা তেজস্ক্রিয় বোমার অস্তিত্ব আছে কি না, তা জানতে এ দেশটির তিনটি পারমাণবিক স্থাপনা থেকে নমুনা সংগ্রহ করেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)। আগামী দেড় বা দুই মাসের মধ্যে তাদের তদন্তের ফল পাওয়া যেতে পারে ।
ভিয়েনায় আন্তর্জাতিক এ সংস্থাটিতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ ব্যাপারটি জানিয়ে বলেন, ‘বিশেষজ্ঞরা পরিবেশগত নমুনা সংগ্রহ করেছেন, যা আইএইএ-এর হাতে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এই নমুনাগুলো সনদপ্রাপ্ত গবেষণাগারে পাঠানো হয়েছে। সম্ভবত আগামী দেড় মাসের মধ্যে ফলাফল জানা যাবে। সবকিছুই স্বাধীনভাবে পরিচালিত প্রত্যেকটি গবেষণাগারের কাজের ওপর নির্ভর করবে।’
উলিয়ানভ আরও বলেন, ‘নমুনার ফলাফল ডিসেম্বরের শেষ নাগাদ, না হয় জানুয়ারির শুরু নাগাদ হাতে আসতে পারে। তখনই ওই তিন স্থাপনায় ‘ডার্টি বম্ব’ তৈরি হয়েছে কি না সে বিষয়ে কম-বেশি নির্ভরযোগ্য উত্তর দেওয়া সম্ভব হবে।’
রুশ কূটনীতিক মিখাইল উলিয়ানভ আরও জানান, আন্তর্জাতিক সংস্থাটির পক্ষে তেজস্ক্রিয় বোমা তৈরির ব্যাপারটি শনাক্ত করা সম্ভব। কিন্তু, ইউক্রেন এর সব তেজস্ক্রিয় উপাদান সম্বলিত জায়গা খুঁজে দেখা সম্ভব নয়। এ কারণ এরকম স্থাপনার সংখ্যা শতশত।
রুশ এ কর্মকর্তার ভাষ্য: ‘আইএইএ বিশেষজ্ঞরা একেকটি গবেষণাগারে আট ঘণ্টার বেশি কাজ করেননি। এ কারণে এটি মনে করা কষ্টকর যে তাঁরা ওই সময়ের মধ্যে বৃহৎ ওই প্রতিষ্ঠানের প্রতিটি কোণা ঘুরে দেখেছেন।’
উলিয়ানভ আরও বলেন, ‘আইএইএ শুধু প্লুটোনিয়াম ও ইউরেনিয়াম এবং থোরিয়ামের মতো পারমাণবিক উপাদান নিয়ে কাজ করে। সেসিয়াম ও কোবাল্ট এবং স্ট্রনটিয়ামের মতো উপাদান নিয়ে কাজ করে না।’
গত অক্টোবর মাসে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু একাধিক পশ্চিমা দেশের প্রতিরক্ষামন্ত্রীর সাথে যোগাযোগ করে উদ্বেগ প্রকাশ করেন যে ইউক্রেন তেজস্ক্রিয় উপাদান দিয়ে ‘ডার্টি বম্ব’ তৈরির প্রস্তুতি নিচ্ছে। তবে, পশ্চিমা প্রতিরক্ষামন্ত্রীদের সবাই এ দাবি অস্বীকার করেন। তছাড়া, ইউক্রেনীয় কর্তৃপক্ষও এ অভিযোগ প্রত্যাখান করে। -সূত্র: স্পুৎনিক
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description