
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত
জাহিদ হাসান, ঝিনাইদহঃ
ঝিনাইদহে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ দুই জিন নিহত হয়েছে। নিহরা হলেন, মানিকগঞ্জের মাছ ব্যাবসায়ী শাহাজান আলী (৫৫) ও কোটচাঁদপুর উপজেলার শেরখালী গ্রামের রাসেল মিয়ার ছেলে জুনায়েদ হোসেন (৭)। পুলিশ জানায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ শহরের থানার সামনে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় শাহজাহান আলী আহত হন। এ সময় তিনি রাস্তা পার হচ্ছিলেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন। এদিকে মহেশপুর উপজেলার শ্যামকুড় উত্তর পাড়ায় রাস্তার পাশে খেলা
করার সময় ইটভাঙ্গা গাড়ির নিচে পড়ে শিশু জুনায়েদ হোসেন নিহত হয়। কোটচাঁদপুর উপজেলার শেরখালী গ্রামের শিশু জুনায়েদ নানা বাড়িতে থাকতো। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া খবরের সত্যতা নিশ্চত করেন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description