
গৌরীপুরে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ কর্মসূচি
শামীম খান,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।
"সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি" শ্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান পক্ষ পালন করা হয়েছে। সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় শুক্রবার সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে এ আয়োজন করা হয়।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও হাসান মারুফের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।
ব্র্যাক গৌরীপুর শাখার সেলফ কর্মকর্তা মোঃ মানিক মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, সহসভাপতি আজম জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি প্রমুখ।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description