গুজরাটে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের গুজরাট রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আহমেদাবাদের রানিপে গিয়ে ভোট দিলেন এ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোট দিতে ৫ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ রানিপের নিশান পাবলিক স্কুলে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কেন্দ্রে যাওয়ার সময় জনতাকে নিজস্ব কায়দায় হাত নেড়ে ও নমস্কার জানিয়ে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। তিনি (মোদি) বুথ পর্যন্ত হেঁটে যাওয়ার সময় রাস্তার দু’পাশে থাকা জনগণ ‘মোদি, মোদি’ বলে সমস্বরে স্লোগান দিয়েছে।
ভোট দিয়ে বেরিয়ে এসে নরেন্দ্র মোদি বলেন, ‘যেভাবে নির্বাচন হচ্ছে, তা একটি দৃষ্টান্ত তৈরি করেছে। এতো সুন্দর এবং স্বচ্ছভাবে নির্বাচন পরিচালনার জন্য আমি নির্বাচন কমিশনকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’
গুজরাটের দ্বিতীয় দফার ভোটদান পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি ভোট দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের-ও আজ সোমবার আমদাবাদ এসে ভোট দেওয়ার কথা রয়েছে।
৫ ডিসেম্বর সোমবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে গুজরাটে দ্বিতীয় ও চূড়ান্ত দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। এই দফায় মোট ৯৩টি আসনে ভোটগ্রহণ হবে বলে জানা গেছে।
গুজরাটের মধ্যেএবং উত্তরের ১৪টি জেলা জুড়ে এই ৯৩টি আসন রয়েছে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র-সহ ৬১টি রাজনৈতিক দলের মোট ৮৩৩ জন প্রার্থী আহমেদাবাদ, বরোদা ও গান্ধীনগর এবং অন্যান্য জেলাজুড়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গুজরাটের দ্বিতীয় দফার ভোটদান পর্বে সকাল ৯টা পর্যন্ত ৪.৭৫ শতাংশ ভোট পড়েছে বলে জানা যায়।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description