উরফি দুবাই যেতে পারবেন না!

বলিউডে সে অর্থে মেন কাজ না করলেও নিজের নাম ছড়িয়েছেন উরফি জেভেদ। যতটা না অভিনয় করে ছড়িয়েছে, তাঁর চেয়ে অনেক বেশি ফ্যাশন আর বিতর্ক দিয়ে। নিজেই নিজের পোশাক ডিজাইন করেন উরফি জেভেদ। অতরঙ্গি লুকে হাজির হন ক্যামেরার সামনে নিত্যদিন অন্যভাবে।
উরফি জেভেদকে নিয়ে তো রণবীর সিং ও হিন্দুস্তানি ভাউ-এর মতো তারকারাও মন্তব্য করেছেন।
তবে, উরফি জাভেদ চাইলেও তিনি কোনওদিন দুবাই যেতে পারবেন না। আসলে দুবাইতে সেইসব ব্যক্তিদের ঢুকতে দেওয়া হবে না, যাদের পাসপোর্টে রয়েছে সিঙ্গেল নাম, তা সে ভ্রমণের কারণেই সেই দেশে যাক বা চাকরি ও পড়াশোনা। দুবাইয়ের ভিসাই পাবে না তারা। প্যাসেঞ্জারের প্রথম এ্বং শেষ নাম পরিষ্কারভাবে লেখা থাকতে হবে। আর উরফি জেভেদ পাসপোর্টে শুধু ‘উরফি’ নামটাই রেখেছেন। তিনি কোনও পদবি রাখেননি।
এ ব্যাপারটা উরফি নিজেই জানিয়েছেন তাঁর ইনস্টাগ্রামে। দুবাইয়ের এই নতুন নিয়ম শেয়ার করে লেখেন উরফি জেভেদ, ‘আমার পাসপোর্টের অফিসিয়াল নাম শুধুই উরফি। ব্যাস এবার আমি গেলাম।’
ইউটিউবে উরফি ডিওয়াইআই ভিডিও শেয়ার করতেন। যেখানে স্টকিংস দিয়ে টপ বানানো শেখাতেন অথবা ট্র্যাশ দিয়ে বানানো শেখাতেন ড্রেস।
জানা যায়, উরফি বলিউডে প্রথম পা রাখেন গত ২০১৬ সালে টিভি শো ‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ দিয়ে। এরপরে মেরি দুর্গা, বেপনহা ও পাঞ্চ বিট সিজন ২ যা অলট বালাজিতে স্ট্রিম হয়েছিলো তাতে কাজ করেন। ইয়ে রিস্তা কেয়া কহেলাতা হ্যায় এব্ং কসৌটি জিন্দেগি কি-তেও কাজ করেছেন উরফি।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description