অতিরিক্ত সময়ে গড়ালো ব্রাজিল ও ক্রোয়েশিয়া ম্যাচ

প্রথমার্ধে নিজেদের অনেকটা গুটিয়ে রাখা জনপ্রিয় দল ব্রাজিল দ্বিতীয়ার্ধে মুহুর্মুহু আক্রমণ চালালেও কোনো গোল পায়নি। এর বিপরীতে ক্রোয়েট ফুটবলাররা ডিফেন্সেই কাটিয়েছে বেশিরভাগ সময়। এ জন্য গোলশূন্য দুই অর্ধের পরে ব্রাজিল ও ক্রোয়েশিয়া ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে।
আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের পঞ্চম মিনিটে গোলের জন্য প্রথম শট নেয় ব্রাজিল দল।
এ ম্যাচে ভিনিসিউস জুনিয়রের শট সহজেই ঠেকান ক্রোয়াট গোলরক্ষক লিভাকভিচ। খেলার ১৩তম মিনিটে নিজেদের প্রথম ভালো সুযোগ পায় ক্রোয়েশিয়া দল। বল পায়ে নিজেদের অর্ধ থেকে প্রায় ডি-বক্স পর্যন্ত চলে যান ফুটবল তারকা ইয়োসিপ ইউরানোভিচ। কিন্তু, বক্সের ভেতর বল পেয়েও মিলিতাওকে কাটিয়ে শট নিতে পারেননি জনপ্রিয় ফুটবল তারকা ইভান পেরিসিচ।
খেলার ২০তম মিনিটে পেনাল্টি স্পটের কাছে ভিনিসিউসের শট ব্লক করেন বোর্না সোসা। মাত্র কয়েক সেকেন্ড পরে নেইমারের দুর্বল শট ঠেকিয়ে দেন জনপ্রিয় ক্রোয়েট গোলকিপার। এ ম্যাচে ৩০তম মিনিটে পেরিসিচের দূরপাল্লার শট যায় ক্রসবারের অনেক উপর দিয়ে। খেলার ৪২তম মিনিটে সুবিধাজনক জায়গায় ফ্রি কিক পায় ব্রাজিল দল। কিন্তু, গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন ফুটবল তারকা নেইমার। আর গোলশূন্যভাবেই শেষ হয় খেলার প্রধমার্ধ।
বিরতির পরে তীব্র আক্রমণ শুরু করে ব্রাজিল দল। তবে, বক্সের ভেতর দারুণ জায়গায় বল পেয়েও গোল করতে পারেননি ফুটবল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ক্রোয়েট দূর্গে মুহুর্মুহু আক্রমণ চালাতে থাকে হট ফেভারিট ব্রাজিল। কিন্তু, এতও সাফল্য আসছিল না।
বিস্তারিত আসছে…....
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description